লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা চাল পট্টি ভিতর বাজারে একটি বড় ময়লার স্তুপ দীর্ঘদিন থেকে জমছে। মাসের পর মাস এটি পরিষ্কার করা হচ্ছে না। শুধু তাই নয়, বাজার জামে মসজিদের পশ্চিম পাশে সহ প্রায় গোটা বাজারেই বিচ্ছিন্নভাবে তৈরী হয়েছে ময়লা -আর্বজনার ছোট-বড় স্তুপ। দীর্ঘদিন পরিষ্কার না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। দুষিত হচ্ছে পরিবেশ।
ডেঙ্গুর কারনে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চললেও অদৃশ্য কারনে এখানে মাসের পর মাস ধরে জমছে ময়লার স্তুপ।
দ্বীর্ঘ দিন ধরে ময়লা- আর্বজনা পরিষ্কার না করায় একদিকে যেমন বেড়েছে মশার উপদ্রপ অন্যদিকে দুর্গন্ধের কারনে ভোগান্তিতে পড়েছে বাজারের ক্রেতা, পথচারী ও দোকানদাররা।
সোমবার, ১৯ আগস্ট সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বাউরা চাল পট্টি ভিতর বাজারে ময়লা -আর্বজনার বিশাল স্তুপ পড়ে আছে। এছাড়াও বাজারে জামে মসজিদের পশ্চিম পাশে সহ বিভিন্ন যায়গায় ময়লা -আর্বজনার ছোট- ছোট স্তুপ রয়েছে। দুর্গন্ধে পথচারিরা মুখ ঢেকে চলাচল করছে।
এ বিষয়ে বাউরা চাল পট্টি ভিতর বাজারের চালের দোকানদার শ্রী.লিটু সাহা (৪০) ও শ্রী. গৌর মজুমদার (৩২) বলছিলেন, ‘তিন মাসের বেশি সময় ধরে আমাদের দোকানের পাশে ময়লার স্তুপ পড়ে আছে। ময়লার কারনে দুগন্ধে দোকানে থাকা যায়না । দুপুরের দিকে দুর্গন্ধ আরও বেড়ে যায়। মশার উপদ্রোপ বৃদ্ধি পেয়েছে। পরিছন্ন কর্মী ও হাটাই কে অসংখ্য বার বলেও কাজ হচ্ছে না ।’
বাউরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান বাবলু বলেন , ‘আমাকে দোকানদাররা ময়লার স্তুপের বিষয়টি জানিয়েছে। সরেজমিনে গিয়ে দেখেছি ময়লার স্তুপের কারনে দুগন্ধে দোকানদাররা তাদের ব্যবসা করতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে দ্রুত অপসারনের ব্যবস্থা করা হবে।’
বাউরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মতিনকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘এ বিষয়ে তো আমি জানিনা আজকে শুনলাম। আমাকে কেউ বলেনি। এটা সম্ভবত ইজাদারের ব্যাপার । আমি ইজাদারকে ফোন দিয়ে বিষয়টি জানাবো। এবং আমার পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করে কালকের মধ্যে ময়লা অপসারনের ব্যবস্থা করবো।’