প্রতিরোধী ফুটবল খেলেও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের ফাইনালে হেরে গেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো দেশসেরা হওয়ার স্বপ্নভঙ্গ হলো বিদ্যালয়টির।
রংপুর বিভাগের প্রতিনিধিত্বকারী টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ময়মনসিংহ বিভাগের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে হেরে যায়।
তবে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলার লিভা আক্তার কেড়ে নিয়েছে সেরা খেলোয়ার ও সেরা গোলদাতার পুরস্কার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার হিসেবে গোল্ডেল বল ও গোলেন্ড বুট এবং ৩০ হাজার করে ৬০ হাজার টাকা তুলে দেন লিভার হাতে।
এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ-২০১৬এ দেশসেরা হয়েছিল টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার বিতরণ করেন।
এইচএ/রাতদিন