পাটগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে নেয়া হয় নানা কর্মসূচী।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।

রোববার, ৮ মার্চ উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাটগ্রামের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মশিউর রহমান।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার, উপজেলা প্রকৌশলী মাহাবুব উল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী প্রমূখ

এর আগে সকালে বর্ণাঢ্য একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেএম/রাতদিন