পাটগ্রামে কর্মহীন শ্রমজীবি মানুষের পাশে সোনালী ব্যাংকের এমডি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৮ ইউনিয়নের কর্মহীন শ্রমজীবি ৮ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানের ব্যক্তিগত উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার, ০১ এপ্রিল বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদে কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এ সময় সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওবায়দুর রহমান খন্দকার, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাত, সোনালী ব্যাংক পাটগ্রাম শাখার ম্যানেজার মো. আসাদুজ্জামান, বুড়িমারী শাখার ম্যানেজার মো. মতিউজ্জামান উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, হাত ধোয়ার সাবান ১ টি ও ২০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার দেওয়া হয়।

জেএম/রাতদিন