পাটগ্রামে দখলমুক্ত হলো ফুটপাত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর শহরের রাস্তার দুই ধারের ফুটপাত দীর্ঘদিন পর অবৈধ দখলমুক্ত করলেন উপজেলা ও পৌর প্রশাসন ।

সোমবার, ৩ ফেব্রুয়ারি বিকেলে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মশিউর রহমান ও পৌর মেয়র মো. শমসের আলী দুই ঘন্টাব্যাপী ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করেন।

পথচারিদের নির্বিঘ্নে যাতায়াত সচল ও পৌর শহর যানজট মুক্ত রাখতে এ অভিযান চালানো হয়। এছাড়া অভিযানের সময় রিক্সা ও ভ্যানের ক্ষতিকারক এলইডি লাইট ভেঙ্গে ফেলা হয়।

উপজেলা মোড় থেকে ধরলা ব্রীজ পর্যন্ত রাস্তার দুই ধারে ও শহরের অলি-গলি, কাঁচা ও চাল বাজারের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এসময় অবৈধ দখলের দায়ে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

পথচারি সুমন মিয়া জানান , ‘ফুটপাত দখল মুক্ত করায় আমরা নির্বিঘ্নে ও সহজে যাতায়াত করতে পারছি।’

পাটগ্রাম পৌর মেয়র মো. শমসের আলী বলেন, ‘জনগণ যাতে সুন্দর ভাবে চলাচল করতে পারে এজন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পাটগ্রাম পৌর শহরকে যানজট মুক্ত ও সুন্দর করতে কাজ করা হবে।’

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান বলেন, ‘যানজট মুক্ত ও পরিচ্ছন্ন পাটগ্রাম গড়ার লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

এসকে/রাতদিন