পাটগ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তাদান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের উপকরণ ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মন্দির ও ছয় পরিবারকে এ অনুদান দেয়া হয়।

বুধবার, ১৫ মে স্থানীয় উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থদের হাতে এই অনুদান তুলে দেয়া হয়। এসময় পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম, স্থানীয় উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পৌর মেয়র সমশের আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) উত্তম কুমার নন্দি, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেএম/রাতদিন