পাটগ্রামে পাথরভাঙ্গা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রামে পাথরভাঙ্গা শিল্পে সতর্কতা ও করণীয় বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।  প্রেসক্লাব মিলনায়তনে সেইফটি অ্যান্ড রাইটস্ সোসাইটির (এসআরএস) সভার আয়োজন করে।  

আজ সোমবার, ২৮ ডিসেম্বর শ্রমিক, মালিক, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।  এতে পাথর ভাঙ্গা মেশিনে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে করণীয় ও সচেতনতা সৃষ্টিতে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।  বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র শমসের আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ।

সভায় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আখেরুজ্জামান, এসআরএসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, আইন বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট হাসিনা খানম এবং প্রকল্প কর্মকর্তা শিথী ঘোষ।

এছাড়াও সেখানে ছিলেন বেরোবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল এবং পাটগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল।

আরআই/রাতদিন