লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ত্রানসামগ্রী বিতরিণ করা হয়। এসময় হতদরিদ্র পরিবারের এক মহিলাকে সেলাই মেশিন, দুই জনকে ছাগল ও একজনকে ভ্যানগাড়ী প্রদান করা হয়েছে।
বুধবার, ২৯ জুলাই বেলা ১২ টায় দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সব সহায়তা দেওয়া হয়।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইসহাক উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব সমগ্রী বিতরণ করেন। তিনি বণ্যায় ক্ষতিগ্রস্থ ও করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় দুই শত পঞ্চাশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট ও হত দরিদ্র পরিবারের এক মহিলাকে সেলাই মেশিন, দুই জনকে ছাগল ও একজন পুরুষকে ভ্যান গাড়ী প্রদান করেন।
প্রত্যেক প্যাকেটে চাল, ডাল, তেল, আটা ও লবণসহ বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পানবাড়ি বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার খাইরুল ইসলাম, ঠ্যাংঝাড়া বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মতিন, আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবু জাফর, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
জেএম