লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পৌরসভার মির্জারকোট এলাকায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সরকারি এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
মঙ্গলবার, ৮ অক্টোবর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মো. মোতাহার হোসেন এমপি।
পাটগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি পূর্ণ চন্দ্র রায়,পৌর মেয়র শমসের আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান নিলু, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রন্জু।
এনএইচ/রাতদিন