লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় বিষাক্ত সাপের কামড়ে তছিরন নেছা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় মেয়ের বাড়ী থেকে নিজের বাড়ী ফিরছিলেন তিনি।
গতকাল সোমবার, ২ নভেম্বর পৌরসভার মিজার কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত তছিরন নেছা (৪৫) পাটগ্রাম পৌরসভার মিজার কোর্ট এলাকায় ডাহা হাটি এলাকার বাসিন্দা। তিনি তছলিম হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় মেয়ের বাড়ি থেকে পায়ে হেটে নিজ বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজে রেফার করেন। ওইদিন রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।
পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে নিহতের বড় ছেলে বাবলু মিয়া বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যূ হয়েছে।
দুপুরে নিজ বাড়ি পাটগ্রামে নিয়ে যাওয়া হবে মরদেহ এবং সেখানেই তাকে কবরস্থ করা হবে বলে জানান তিনি।
জেএম/রাতদিন