পাটগ্রামে সামাজিক দুরত্ব মেনে কর্মহীনদের খাদ্যসামগ্রী বিতরণ

লালমনিরহাটের পাটগ্রামে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও গরীব অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন হাফেজ বজলুর রহমান টায়ার হাউজ এন্ড মটরসের সত্বাধিকারী আব্দুস ছালেক।

মঙ্গলবার, ৩১ মার্চ উপজেলার বাউরা ইউনিয়নের ১৫০ জন কর্মহীন দুস্থ ও গরীবদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এদিন দুপুরে উপজেলার বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের মাঠে সারিবদ্ধভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে শৃংখলার সাথে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাউরা হাফেজ বজলুর রহমান হাফিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক আবু ওয়াহেদের সভাপতিত্বে করোনাভাইরাস সচেতনতা সম্পর্কে সংক্ষিপ্ত আলাচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সাংসদ মো. মোতাহার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান মিঠু, বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের সভাপতি মহাদেব চাঁদ ভুতোরিয়া, বাউরা ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি রাবিউল হক মিরণ, হাফেজ আব্দুর রহমান ও মো. রাজিব প্রধান।

এ সময় প্রত্যেককে খাদ্য সামগ্রী হিসেবে চাউল, আলু , মসুর ডাল, লবণ , তৈল , সাবান দেওয়া হয়।

জেএম/রাতদিন