লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩৪ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ্য ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার, ০১ মে দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ মাঠে ১০০ জন কর্মহীন ও গরীব অসহায়, দুস্থদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর ৩৪ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের ক্যাপ্টেন মো. সাফায়েত হোসেন ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান।
খাদ্য সামগ্রী বিতরনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।
খাদ্রসামগ্রী হিসেবে প্রত্যেক কে চাল , ডাল , সয়াবিন তেল , আটা , সুজি , লবণ ,বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়।
করম্হীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের এই করম্সূচী অব্যহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
জেএম/রাতদিন