পাটগ্রাম উপজেলাজুড়ে সুলভ মূল্যে পাওয়া যাবে দুধ-ডিম-মাংস, ভ্রাম্যমাণ কেন্দ্র উদ্বোধন

দেশব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণের লক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার, ১২ এপ্রিল দুপুরে প্রাণীজ পুষ্টির ভ্রাম্যমাণ এ কেন্দ্রের উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, পাটগ্রাম  উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আখেরুজ্জামান শামীম, পাটগ্রাম  উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নবীউল হক, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আক্তারুজ্জামান বুলবুল প্রমুখ।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং সারা পোল্ট্রি ফার্মের বাজারজাতকরণ ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ কেন্দ্রটি উপজেলা জুড়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও বিভিন্ন প্রজাতির মুরগী এবং মাংস বিক্রয় করবে।

জেএম/রতিদিন  

মতামত দিন