পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এরশাদুল হোসেন (৩৫) নামের ওই বাংলাদেশি ইসলামপুর গ্রামের এহসানুল হকের ছেলে।

রোববার, ৭ জুলাই ভোরের দিকে শ্রীরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, এহসানুলসহ কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় বিএসএফের একটি টহল দল গুলি চালায়।  এতে গুলিবিদ্ধ হন এরশাদুল।

পরে গুলিবিদ্ধ অবস্থায় সীমান্তের এপারে চলে আসার কিছুক্ষন পর মারা যান ওই বাংলাদেশি।

দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি।

এইচএ/রাতদিন