দিনাজপুরের পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঠাকুরগাঁ দল বিজয়ী হয়।
বুধবার, ২ মার্চ বিকেলে ভবানীপুর মাদরাসা মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনালে ঠাকুরগাঁ দল বনাম তাপ বিদ্যুৎ কেন্দ্র দল অংশ নেয়। এতে ঠাকুরগাঁ দল ৩ গোলে জয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনিন মোমিন , পার্বতীপুর পৌর আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন সমাজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ,গোলাম ফারুক অভি ও ভবানীপুর কলেজ অধ্যক্ষ মোঃ মবিদুল ইসলাম।
টুর্নামেন্টটি আয়োজন করে ভবানীপুর যুব সমিতি। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।