বগুড়ায় আদালত চত্বরে পুলিশকে কিলঘুষি ও লাথি দিয়ে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। তার নাম সাইফুল ইসলাম সাগর (২৮)।
রোববার, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সাগরকে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হলেও সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আসামির কোনো সন্ধান পাওয়া যায়নি।
সাইফুল ইসলাম সাগর বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের মৃত শাহজাহানের ছেলে।
তদন্তকারী কর্মকর্তা এসআই জিলালুর রহমান জানান, সাগরকে মাদক মামলায় গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ।
রোববার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাগরসহ জামিন নামঞ্জুর হওয়া আরও আসামিদের জেলা কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তুলছিলেন।
এ সময় সাগর উপ-সহকারি টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরের বুকে কিলঘুষি ও লাথি মেরে হাতকড়া খুলে পালিয়ে যান।
এ ঘটনায় এএসআই এমদাদুল হক রাতে সদর থানায় মামলা করেছেন।
কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, বিষয়টি পুলিশ সুপারের কাছে রিপোর্ট করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই জিলালুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাগরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।