‘প্রাইভেট না পড়ায়’ ছাত্রীকে ঝাড়ুপেটা!

শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রীকে শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ।

শিক্ষকের নাম মাসুদ, তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক। সোমবার, ১৮ মার্চ এ ঘটনা ঘটে।

সেই শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ার ক্ষোভে ওই ছাত্রীকে ক্লাসে থাকা ঝাড়ুর হাতল দিয়ে মেরে আহত করেছেন। স্থানীয় হাসপাতালে সেই ছাত্রীকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মেহেরিন নেছা মীম। সে ভেড়ামারা বিদ্যুৎ বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

মীমের বাবা মুনতাজ আলী জানান, ‘সোমবার ক্লাসে পড়া না পারার অজুহাতে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মো. মাসুদ ঝাড়ুর হাতল দিয়ে মীমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তাকে মানসিকভাবে অপদস্থও করা হয়। আহত অবস্থায় মেয়েটি বাড়িতে ফিরলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’

মুনতাজ আলীর অভিযোগ, মীমকে  ইংরেজি শিক্ষক মাসুদ অমানবিক আচরণ ও নির্যাতন করেছে। কারণ তার মেয়ে মাসুদের কাছে প্রাইভেট  পড়েনি।

অভিযুক্ত শিক্ষক মো. মাসুদের সাথে যোগাযোগ করার চেষ্টা তাকে পাওয়া যায়নি।

ভেড়ামারা বিদ্যুৎ বোর্ড মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়রা বেগম বলেন, ‘স্কুল ছুটির আগ মুহুর্তে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’ তথ্য সূত্র : বাংলা

এমবি/রাতদিন