বাংলাদেশ-ভারত ম্যাচে জঙ্গি হামলার হুমকি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারতের সন্ত্রাস-তদন্ত সংস্থা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এমন আশঙ্কায় দিল্লি পুলিশকে বাংলাদেশ–ভারত সিরিজে বাড়তি নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।

এনআইএ’র দাবি, তাদের কাছে অজ্ঞাতনামা একটি চিঠি এসেছে। চিঠিতে বিরাট কোহলিদের ওপর হামলার হুমকি রয়েছে। কেরালা ভিত্তিক সংন্ত্রাসী সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ এই হামলা চালাতে পারে বলে দিল্লি পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

তবে দিল্লি পুলিশ জানিয়েছে, এ চিঠি ভুয়াও হতে পারে। কিন্তু তারা কোনো ঝুঁকি নেবেন না। ম্যাচের ভেন্যু এবং খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করবে পুলিশ।

আগামী ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (সাবেক ফিরোজ শাহ কোটলা) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে একের পর এক নেতিবাচক ঘটনা আর সংবাদে বিপর্যস্ত বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটারদের আন্দোলন, ধর্মঘটের পর সাকিব আল হাসানকে নিয়ে একটা ধোঁয়াশা, অবশেষে আইসিসি থেকে সাকিবের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার খবর এসেছে।

এনএইচ/রাতদিন