বিভাগের ১৫ সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী পেলেন সম্মাননা, লালমনিরহাটের ১

রংপুর বিভাগ থেকে ২০১৮-১৯ অর্থবছরে সেবা, উৎপাদন ও ব্যবসা ক্যাটাগরীতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৫ জন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর নগরীর কামাল কাছনায় কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

করোনা মহামারীর কারনে এবার বর্ণাঢ্য আয়োজন ছাড়াই দিবসটি পালন করা হলো। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘মুজিববর্ষের অঙ্গিকার, ই.এফ.ডি তে এনবিআর’।

কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ শহিদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় দপ্তরের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

এসময় ২০১৮-১৯ অর্থবছরে সেবা, উৎপাদন ও ব্যবসা ক্যাটাগরীতে রংপুর বিভাগের সেরা ১৫ জন ভ্যাটদাতাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীরা হলেন:
  • মহুবর রহমান পার্টিক্যাল মিলস (প্রাঃ) লিঃ
  • রংপুর লুবনান ট্রেড কনসোটিয়াম লিঃ (রিচম্যান লুবনান)-রংপুর
  • বৈশাখী মিষ্টি মেলা, রংপুর
  • মেসার্স গোল্ডেন বিড়ি ফ্যাক্টরী, কালীগঞ্জ, লালমনিরহাট
  • মেসার্স কমলেস ট্রেডার্স, আটোয়ারী, পঞ্চগড়
  • সেন্ট্রাল গেস্ট হাউস (প্রাঃ) লিঃ, পঞ্চগড়
  • ইকু পেপার মিলস্ লিঃ সৈয়দপুর, নীলফামারী
  • শাকিল মটরস, নীলফামারী
  • আরবিপি ওভেন ইন্ডাস্ট্রি, দিনাজপুর
  • এস. কে মটরস, দিনাজপুর
  • লায়ন সোপ ফ্যাক্টরী, ঠাকুরগাঁও
  • করতোয়া কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস, ঠাকুরগাঁও
  • মেসার্স নিবারন চন্দ্র সাহা, গাইবান্ধা
  • এস.কে. এস ইন, গাইবান্ধা ও
  • মেসার্স বগুড়া দধি এন্ড মিষ্টান্ন ভান্ডার, কুড়িগ্রাম।

জেএম/রাতদিন