বিশ্বজিতের লাশ ফেলে পালালেন স্ত্রী-সন্তান, চিতায় তুললেন ইউএনও

করোনার উপসর্গ নিয়ে গত শনিবার রাতে মারা যান বিশ্বজিৎ রায় চৌধুরী (৫০)। তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়।  করোনাভাইরাসের উপসর্গ থাকায় লাশ সৎকারে স্বজনেরা কেউ এগিয়ে আসেননি। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাজমুল হুদা নিজেই ঘর থেকে লাশ বের করে চিতায় উঠিয়ে সৎকারের ব্যবস্থা করেন।

এলাকাবাসী জানান, বিশ্বজিৎ রায় চৌধুরী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন। পরিবারের লোকজন তাঁকে পৃথক একটি ঘরে থাকার ব্যবস্থা করেন। গত শনিবার রাতে তিনি মারা যান। আর মারা যাওয়ার পর ঘরের মধ্যে তাঁর মৃতদেহ রেখে আত্মগোপনে যান স্ত্রী ও সন্তানেরা।

পাড়া প্রতিবেশীসহ স্বজনদের কাছে না পেয়ে ইউএনও মো.নাজমুল হুদা আজ রোববার, ১১ মে সকালে ঘর থেকে লাশ বের করে দুপুরে চোরখালি শ্মশানে সৎকারের ব্যবস্থা করেন।

এবি/রাতদিন