বুড়িমারী-ঢাকা এক্সপ্রেস ট্রেনের দাবীতে হাতীবান্ধায় মানববন্ধন

বুড়িমারী-ঢাকা রেলরুটে ‘তিনবিঘা এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবীতে লালমনিরহাটে হাতীবান্ধায় মানববন্ধন ও সমাবেশ করেছে সুশীল সমাজসহ অন্যান্য সংগঠন। এই একই দাবীতে এর আগেও জেলার কয়েকটি উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২ মার্চ দুপুরে হাতীবান্ধা রেল স্টেশনের প্লাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুসহ অনেকেই।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতিকালে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী দাবি করলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনবিঘা এক্সপ্রেস নামের ট্রেনটি চালু করবেন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। অবিলম্বে ট্রেনটি চালু করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য আরো রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, হাতীবান্ধা প্রেসক্লাব সম্পাদক নুরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা কমিটি’র সম্পাদক আসাদুজ্জামান সাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রোকুনুজ্জামান সোহেল, সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব এম এ হান্নানসহ প্রমূখ।

এনএ/রাতদিন