বুড়িমারী-ঢাকা আন্ত:নগর ট্রেনের দাবীতে পাটগ্রামে মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের ঘোষণা

বুড়িমারী-ঢাকা রুটে ‘তিনবিঘা করিডোর এক্সপ্রেস’ নামের রাত্রি কালীন আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার সর্বস্তরের মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করে।

রবিবার, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় লালমনিরহাটের পাটগ্রাম রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরাম ও লালমনি সচেতন সমাজ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন এলাকার মানুষ অংশ গ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১১ সালে দহগ্রাম সফরকালে বুড়িমারী-ঢাকা আন্ত নগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত বছরের প্রথম দিকে বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে আসেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সে সময় তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৯ সালের মধ্যে চালু হবে নৈশকালীন আন্ত নগর ট্রেন । কিন্তু প্রধানমন্ত্রী, মন্ত্রী কারো প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি।

এসময় বক্তারা জোর দিয়ে বলেন, ‘অবিলম্বে তিনবিঘা এক্সপ্রেস ট্রেনটি চালু করা না হলে, আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর মেয়র মোঃ শমসের আলী, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সাইদ-উর-রহমান স্বপন, লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরামের সদস্য সচিব এম এ হান্নান, লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরাম পাটগ্রাম উপজেলার আহবায়ক জিয়াউর রহমান মানিক, পৌর কাউন্সিলর মো. আজিজুল হক দুলাল, মো. মারুফ ইকবাল, লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরামের প্রচার সম্পাদক ফজলুল হক মানিক, অনুপ কুমার রায় লিটন প্রমুখ।

জেএম/রাতদিন