বুড়িমারী হত্যাকান্ড: গ্রেপ্তার দুই ভাইসহ ৫ আসামি জেল হাজতে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

আদালত আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে সোমবার, ২ নভেম্বর শুনানীর দিন ধার্য্য করেছেন।

এর আগে আজ রোববার, ১ নভেম্বর সন্ধ্যার পর কড়া নিরাপত্তায় আসামিদের লালমনিরহাটের একটি আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম (২২) ও বায়েজিদ(২৪), ইউসুফ আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক(২০), আবুল হাসেমের ছেলে মাসুম আলী(৩৫) এবং সামছিজুল হকের ছেলে শফিকুল ইসলাম(২৫)।

গত বৃহস্পতিবার রাতে বুড়িমারীতে গুজব ছড়িয়ে রংপুরের বাসীন্দা আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এইচএ/রাতদিন