মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুদকের মামলা

বিতর্কিত ধনকুবের মুসা বিন শমসেরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতি করে গাড়ি নিবন্ধন নেয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর পরিচালক মীর মো. জয়নুল আবেদীন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক আইয়ুব আনছারী (বর্তমানে ঝালকাঠিতে কর্মরত), গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক ওয়াহিদুর রহমান, মুসা বিন শমসেরের শ্যালক ফারুক-উজ-জামান ও কার্টেন সুবিধায় গাড়ি আনা ব্রিটিশ পাসপোর্টধারী ফরিদ নাবীর।

অভিযোগে বলা হয়, শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি আমদানি করে সরকারের ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাত করেছেন মুসা বিন শমসের ।

এসকে/রাতদিন