মোদিকে রাষ্ট্রীয় মর্যাদায় রিসিভ, দেশজুড়ে বাড়ানো হবে নিরাপত্তা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের কোথাও কেউ যেন কোনো ধরনের বিঘ্ন ঘটাতে না পারে এ জন্য আমাদের সর্বস্তরের নিরাপত্তা কর্মীরা প্রস্তুত।

আজ রোববার, ৮ মার্চ দুপুরে নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাশের বন্ধু দেশ ভারত। তারা যুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল। যখন আমাদের দুঃসময় তখন ভারত সব ধরনের সহযোগিতা করে এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল।

তিনি আরও বলেন, নরেন্দ্র মোদির আগমনকে আমরা স্বাগত জানাই। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রিসিভ করা হবে। সারাদেশে নিরাপত্তার জন্য আমাদের স্বশস্ত্র বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনী কাজ করছে। কেউ যাতে কোথাও কোনো অহেতুক কর্মকাণ্ড ঘটাতে না পারে এ জন্য সবাই প্রস্তুত।

এবি/রাতদিন