যেভাবে লেপ-কম্বল পরিষ্কার করবেন

শীতের সবচেয়ে বড় সম্বল লেপ-কম্বল। এগুলো  বারবার কেনা হয় না। লেপ কম্বল কতদিন ভালো থাকবে তা নির্ভর করে এর যত্ন আত্মির উপর। জেনে নিন এগুলো কীভাবে পরিষ্কার করবেন। 

লেপ যদি শিমুল তুলার হয়ে থাকে তাহলে একদমই ধোয়া যাবে না। এমনকি ড্রাই ওয়াশও করা যায় না। এক্ষেত্রে লেপ কড়া রোদে দিন। লেপের কভার ব্যবহার করবেন সবসময়। এতে প্রতি বছর ব্যবহারের আগে কভার ধুয়ে নেওয়া যাবে।

কম্বল ধুতে পারেন। শ্যাম্পুতে মিনিট দশেক ধুয়ে রোদে শুকিয়ে নিন। চাইলে লন্ড্রিতেও দিয়ে দিতে পারেন। বাড়তি ঝক্কি কমবে।

অনেক দিন উঠিয়ে রাখা লেপ-কম্বল বের করে অবশ্যই কড়া রোদে রাখুন।

এছাড়া পশমের জামা বা উলের সোয়েটার উষ্ণ পানিতে না ধুয়ে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ধোয়ার সময় পানিতে সামান্য লেবুর রস ও ভিনেগার মিশিয়ে দিলে কাপড়ের রং উজ্জ্বল থাকবে।

মতামত দিন