রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনা করা হয় নগরীর কালেক্টরেট সুরভি উদ্যানে।
বুধবার, ৭ আগষ্ট সকালের এ কর্মসূচিতে রংপুর জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানের নেতৃত্ব দেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল কবীর। উদ্যানে আগত দর্শনার্থীদের অশ্লীল ও অসামাজিক কার্যক্রম বিষয়ে সচেতন থাকার এবং এক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘পার্কে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ছাত্র-ছাত্রী প্রবেশ করতে পারবে না। কোন ব্যক্তি উদ্যানে অশ্লীল বা অসামাজিক কার্যক্রমে লিপ্ত হলে তাকে এক হাজার টাকা জরিমানা করা হবে। পরিচ্ছন্নতা ও সচেতনতা বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।’
এরআগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টায় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম রংপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানের উদ্বোধন করেন।
এসময় রংপুর কালেক্টরেট স্কুল ও কলেজের স্কাউট এবং গার্লস গাইডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএইচ/রাতদিন