নিখোঁজ হবার একদিন পর পারিবারিক কবরস্থান থেকে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। নিহতের নাম আবু শাহাদাত মোহাম্মদ দুলা। বয়স অনুমানিক পচাত্তর।
বুধবার,৩১ জুলাই সকালে রংপুর মহানগরীর মাহিগঞ্জ শরেয়ারতল এলাকার একটি পারিবারিক কবরস্থান থেকে তার মরদের উদ্ধার হয়।
নিহত আবু শাহাদাত মহানগরীর মহিন্দ্রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মহিন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
আরপিএমপি’র মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘বৃদ্ধ শিক্ষক দুলা গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন।
আজ বুধবার সকালে স্থানীয় লোকজন শরেয়ারতলে পারিবারিক একটি কবরস্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে । অধিকতর তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।