বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নি¤œমান হিসাবে চিহ্নিত ও হাইকোর্টের রিটের আদেশে বাজার থেকে সেই ৫২ পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার শেষ দিন ছিল শনিবার, ১৮ মে।
তবে রোববারও সেগুলে উঠিয়ে নেওয়া হয়নি বাজার থেকে। এই অবস্থায় এদিন বিকালের দিকে রংপুর নগরীরর সিটি বাজারে অভিযান চালিয়েছে বিএসটিআই। এসব বেশকিছু পণ্য জব্দ করা হয়েছে।
সিটি বাজারের শতাধিক দোকানে অভিযান চালায় রংপুর অঞ্চলের বিএসটিআই পরিদর্শক অনিমেষ রায়ের নেতৃত্বে একটি দল। এর মধ্যে ১৬টি দোকান থেকে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পাঁচ প্রতিষ্ঠানের বিপুল পরিমাণের ভেজাল পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রাণের লাচ্ছা সেমাই, মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ, সান ব্র্যান্ডের চিপস, প্রাণ ব্র্যান্ডের কারী পাউডার, এসিআইয়ের আয়োডিনযুক্ত লবণ, ড্যানিশের গুঁড়া হলুদ জব্দ করা হয়।
অনিমেষ রায় জানান, চিহ্নিত ৫২টি পণ্য বাজার থেকে সরিয়ে নিতে অভিযান অব্যাহত থাকবে।
এবি/রাতদিন