রংপুরে মাদকসহ রাসেদুল নামের এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২শ’ গ্রাম শুকনো গাজা উদ্ধার করা হয়।
সোমবার, ২৭ এপ্রিল দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ হারাগাছ থানা পুলিশ ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার এবং এক পরোয়ানাভুক্ত ১ জন আসামী গ্রেফতার করেছেন। রোববার মেট্র্রোপলিটন হারাগাছ থানাধীন দালালহাট এরাকার একটি বাঁশঝাড় থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের ঐ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত হলেন, রংপুর গঙ্গাচড়া থানা মর্ণেয়া এলাকার বাবু মিয়ার পুত্র আশাদুজ্জামান @ রাসেদুল (২৫) ও লালমনিরহাট থানার হরিণ চওড়া (নয়াটারী) গ্রামের মৃত দেলোয়ার হোসেনর পুত্র বাবলু মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।
উত্তম প্রসাদ পাঠক আরোও জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হারাগাছ থানা রোববার বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এদিকে রোববার রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোস্ট ডিউটি সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১০৬ টি মামলা দায়ের করা হয়।
জেএম/রাতদিন