নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে পালন করা হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে স্মরণসহ দিনব্যাপি অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শনিবার, ৬ জুলাই রংপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে রংপুর মহানগরীর বেতপট্টি কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাফি, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা মুন্নী প্রমুখ।
সভায় বক্তারা আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে যুব মহিলা লীগের ইতিহাস, ঐতিহ্য ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে মহিলা লীগের ভূমিকার কথা তুলে ধরেন।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
এনএইচ/ রাতদিন