রংপুরে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে” শ্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান করা হয়।

বুধবার, ১৮ ডিসেম্বর সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালী উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবির।
র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রংপুর এর আয়োজনে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মুকুল চন্দ্র মহন্ত।

বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উজ্জ্বল কুমার রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রংপুর এর সহকারী পরিচালক আমেনা পারভিন, রংপুরের সিনিয় তথ্য অফিসার হুমায়ন কবীর, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবু তালুকদার, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী রাকিবুল ইসলাম।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান করা হয়।

জেএম/রাতদিন