পাটগ্রামের প্রতিটি গ্রাম আলোকিত হবে সোলার স্ট্রিট লাইটে

চলতি অর্থ বছরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা, জগতবেড় ও বাউরা ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৫০ লাখ টাকার এই প্রকল্প চলমান রয়েছে।

জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে এই প্রকল্প গ্রহন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে পাটগ্রাম উপজেলা পরিষদ।

গ্রামাঞ্চল আলোকিত করার এই প্রকল্প চলমান থাকবে এবং তা আরও সম্প্রসারিত হবে বলে উপজেলা সুত্রে জানা গেছে।

বগুড়ার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুমন এন্টার প্রাইজ লাইট স্থাপনের কাজ করছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যা মো. রুহুল আমীন বাবুল জানান, ‘পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম-গঞ্জে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। সোলার লাইটের আলোয় আলোকিত করা হবে গ্রাম এলাকা।’

জেএম/রাতদিন