রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমর ওরফে মেরিল সুমন ও তার তিন সহযোগীকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। সুমনের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। সে নগরীর শালবন (শাহিপাড়া) এলাকার মো. হানিফের ছেলে।
অপর গ্রেপ্তারকৃতরা হলেন কামাল কাছনার মোতাহার হোসেনের ছেলে আকিব হোসেন অনু, আসাদুজ্জামান মিলনের ছেলে আখেরুজ্জামান আপেল এবং শালবন (শাহিপাড়া) এলাকার জহির উদ্দিনের ছেলে রিফাত হোসেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, পিস্তলের দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
রংপুর র্যাবের (র্যাব-১৩) মিডিয়া অফিসার খন্দকার গোলাম মর্তুজা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রংপুর নগরীর ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জমি দখলসহ নানা অপকর্ম করে আসছিল।
এইচএ/রাতদিন