রংপুরে ৪ কোটি বই বিতরণ

রংপুর বিভাগের ৮ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫৪ লাখ ৮৮ হাজার ৮১১ জন শিক্ষার্থীর মাঝে ৩ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৫৭৫ টি নতুন বই বিতরণ করা হয়েছে।

বুধবার, ১ জানুয়ারি দুপুরে রংপুর জিলা স্কুল অডিটোরিয়াম হর রুমে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান সভাপতিত্ব করেন কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. একেএম সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ পরিচালক আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার রোখসানা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম শাহজাহান সিদ্দিক, জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জারিন তারান্নুম মন, একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী শাহারিয়া মুনতাহা, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মীম, মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদরাসার শিক্ষার্থী অষ্টম শ্রেণির আয়েশা সিদ্দিকা, জেলা স্কুলের ৫ম শ্রেণির ছাত্র শাহরিয়ার সিনহা প্রমুখ।

প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এবার রংপুর বিভাগের ৮ জেলায় মাধ্যমিকে ১৪ লাখ ১৮ হাজার ৮৪৪ জন শিক্ষার্থীর মাঝে ২ কোটি ৪ লাখ ৮১ হাজার ৪৩৪টি, দাখিলে ৩ লাখ ৩৫ হাজার ৬৮৭জন শিক্ষার্থীর মাঝে ৫১ লাখ ৯ হাজার ৪৬৫, ইবতেদায়ীতে ৪ লাখ ১০ হাজার ১৪ জন শিক্ষার্থীর মাঝে ২৯ লাখ ১৪ হাজার ৪৩৮, এসএসসি ভোকেশনালে ৪৬ হাজার ৮৮১জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ১৯ হাজার ৪১৪, দাখিল ভোকেশনাল ৩ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর মাঝে ৫৬ হাজার ২৫০, কারিগরি এসএসসি ও দাখিল ট্রেডে ৪৮ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৫৭ হাজার ৭১২ বই বিতরণ করা হয়েছে। এছাড়া প্রাথমিকে ৩২ লাখ ২৪ হাজার ৬১৪ হাজার শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে ১ কোটি ৭৪  হাজার ৮৬২ টিরও বেশি বই।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজাহান সিদ্দিকী জানান রংপুর জেলায় ৪ লাখ ৭৪ হাজার ৯৮৭ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে  ২১ লাখ  ৩৯  হাজার ৩০ টিরও বেশি বই। এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ৮ হাজার ১২৫ শিক্ষার্থী পাবে ৪ লাখ  ৮৩  হাজার ৭৫ টি নতুন বই,বদরগঞ্জ উপজেলায় ৪৪ হাজার ১০০ শিক্ষার্থী পাবে ২ লাখ  ৬  হাজার ৫০০ টি, তারাগঞ্জ উপজেলায় ২৪ হাজার ৫১৯ শিক্ষার্থী পাবে ১ লাখ  ১৬  হাজার ৩৫৫ টি, গংগাচড়া উপজেলায় ৫৩ হাজার ২০০ শিক্ষার্থী পাবে ২ লাখ  ৫১  হাজার ৭০০ টি, কাউনিয়া উপজেলায় ৩৮ হাজার ২০০ শিক্ষার্থী পাবে ১ লাখ  ৮০  হাজার  টি, পীরগঞ্জ উপজেলায় ৬৫ হাজার ৮০০ শিক্ষার্থী পাবে ৩ লাখ  ৭  হাজার ২০০ টি, পীরগাছা উপজেলায় ৫৪ হাজার  শিক্ষার্থী পাবে ২ লাখ  ৫৩  হাজার ৫০০ টি এবং মিঠাপুকুর  উপজেলায় ৭২ হাজার ৯০০ শিক্ষার্থী পাবে ৩ লাখ  ৪০ হাজার ৪০০ টি নতুন বই ।

রংপুর জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম জানান মাধ্যমিকে ২ লাখ ৬০ হাজার ২৬০ জন শিক্ষার্থীর মাঝে  ৩৭ লাখ ৬৬ হাজার ৪২৮ টি, দাখিলে ৬১ হাজার ৯৩৪ জন শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৮৯ হাজার ৬১১, ইবতেদায়ীতে ৭৫ হাজার ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৩৬ হাজার ১০০, এসএসসি ভোকেশনালে ৭ হাজার ১০২জন শিক্ষার্থীর মাঝে ৯২ হাজার ৩২৬, দাখিল ভোকেশনাল ২১০ জন শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ১২০ এবং কারিগরি এসএসসি ও দাখিল ট্রেডে ৮ হাজার ২২ জন শিক্ষার্থীর মাঝে ৩৬ হাজার ৫৪টি বই বিতরণ করা হয়েছে।