জনগণের আর্থ-সামাজিক অবস্থা এবং গ্রাহক সেবার মান উন্নয়নে রংপুর অঞ্চলের জন্য একটি নতুন বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্প এলাকায় শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাই এই প্রকল্পের লক্ষ্য।
পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বাসস সোমবার, ২৮ জানুয়ারি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, `রংপুর ডিভিশন বিদ্যুৎ বিতরণ লাইন এবং সাব স্টেশন এক্সটেনশন ও পুনর্বাসন’ নামের ওই প্রকল্পে ১ হাজার ১২৩ কোটি ৮৫ লাখ টাকা।
রংপুর সিটি কর্পোরেশন এবং বিভাগের পৌরসভা ও উপজেলাগুলোসহ ২১টি এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (এনইএসসিও) এটি বাস্তবায়ন করবে। ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে রংপুর বিভাগে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে ১ লাখ ৮০ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।
মঙ্গলবার, ২৯ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেয়া হতে পারে বলে খবরে বলা হয়।
এইচএ/২৮.০১.১৯