রংপুর উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ঈদের পর

ঈদ উল আযহার দ্বিতীয় ও তৃতীয় দিন পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে রংপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি ব্যাচ। ‘তুমি আমি আমরা ২০০৬ সাল, বিজয়ে আমরা অকুতোভয়’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যা, আলোকসজ্জা, আতশবাতি, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হবে।

রংপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য ঈদ পুর্ণমিলনী উদযাপন কমিটি আহ্ববায়ক দুলাল মিয়া রাতদিনডটনিউজকে জানান,‘ ঈদের ২য় ও ৩য় দিন আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি। অনেক শিক্ষক-বন্ধুদের সাথে প্রায় এক যুগ থেকে দেখা হয় না। তাই আমরা কিছু বন্ধু এই উদ্যোগ নিয়েছি।’

আয়োজন সম্পর্কে তিনি বলেন ‘অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এরপর জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। বিকেল থেকে শুরু হবে জমজমাট নাচ-গান, নাটক ও অন্যান্য আয়োজন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের টি-শার্ট, স্মারক ক্রেস্ট ও ব্যাগ প্যাক প্রদান করা হবে। সবার শেষে থাকবে র‌্যাফেল ড্র।’

ঈদ পুর্ণমিলনী উদযাপন কমিটির আপ্যায়ন উপকমিটির আহ্ববায়ক থাকবেন শাহিন, অর্থ উপকমিটির আহ্ববায়ক সাব্বির ও রেজিষ্ট্রেশন উপকমিটির আহ্ববায়ক থাকবেন টুটুল।

এনএইচ/ রাতদিন