রংপুর-নীলফামারীর নানা জায়গায় স্বেচ্ছা ‘লকডাউন’

দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী মানুষকে প্রতিদিনই সচেতন করার চেষ্টা করছে। তাদের এই সচেতনতা প্রচেষ্টা মানছেন না অনেকেই। এ পরিস্থিতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে রংপুর, নিলফামারী ও মিঠাপুকুর এলাকার কিছু মানুষ।

অহেতুক ঘোরাফেরা ও বহিরাগতদের প্রবেশ বন্ধে এলাকাবাসীরা নিজ উদ্যোগেই এলাকার প্রবেশ পথ বন্ধ করে স্বেচ্ছায় ‘লকডাউন’ ঘোষণা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের সেনপাড়ার স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় লকডাউনে যাবার ঘোষণা দিয়ে সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রোডে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেছেন। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ উল্লেখ করে ঝুলিয়ে দিয়েছে সতর্কতা বার্তা।

মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় প্রবেশ পথে একইভাবে বেঞ্চ দিয়ে ব্যারিকেড তৈরী করেছেন এলাকা বাসী।

একই কাজ করেছেন মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী হরিপুর এলাকার সরকারপাড়ার বাসিন্দারা।

এদিকে নীলফামারী জেলা শহরে করোনাভাইরাস এড়াতে একাধিক পাড়াা-মহল্লা স্বেচ্ছায় লকডাউন করেছে এলাকাবাসী।

সোমবার, ৬ মার্চ বেলা ১১টা থেকে শহরের জুম্মাপাড়া, শাহিপাড়া, বাবুপাড়া আলমগীরের মোড়সহ চলাচলের প্রধান সড়ক বন্ধ করে স্বেচ্ছা লকডাউনের ঘোষণা দেওয়া হয়।

জেএম/রাতদিন