রংপুর বিভাগে নতুন করে প্রাণ গেল দুজনের, আক্রান্ত ৪৫

রংপুর বিভাগের সাত জেলায় আজ রোববার, ৬ ডিসেম্বর সকাল পর্যন্ত নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের আট জেলায় ১৪ হাজার ৪ ৪৫ জন আক্রান্ত হলেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর জেলায় নতুন করে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মারা গেলেন ২৭০ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যলয় সূত্র জানায়, নতুন করে দিনাজপুুরে ১৭, রংপুরে ১১, ঠাকুরগাঁয়ে ৬, নীলফামারীতে ৪, গাইবান্ধায় ৩, কুড়িগ্রামে ২ এবং লালমনিরহাট জেলায় ২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্তসহ মারা গেছেন দুইজন।

এবি/রাতদিন