রংপুর সদরে তৃতীয়বারের মতো চেয়ারম্যান হলেন আ.লীগের ববি

উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় রোববার, ২৪ মার্চ দেশের ১১৭ টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে রংপুর সদর উপজেলায় ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন চার প্রার্থী। তাঁরা হলেন আ.লীগের নাছিমা জামান ববি ও আ.লীগের বিদ্রোহী ডা. মো. দেলোয়ার হোসেন ( স্বতন্ত্র) এবং জাতীয় পার্টির ফারুক মিয়া ও জাতীয় পার্টির বিদ্রোহী মাসুদ নবী মুন্না (স্বতন্ত্র)।

প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের নাছিমা জামান ববি বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৩ হাজার ৯২৫ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের বিদ্রোহী ডা.দেলওয়ার হোসেন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬১৯ ভোট।

নাছিমা জামান ববি এর আগেও দুবার রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি মহিলা যুবলীগের সভাপতি।

এইচএ/রাতদিন