রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিদা খাতুন নামের এক গৃহবধু মারা গেছেন। শুক্রবার, ২ আগষ্ট দুপুরে সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাজিদা খাতুন বুড়িগোয়ালীনি গ্রামের আব্দুল মাজিদ গাজীর স্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

বুড়িগোয়ালীনি নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ হালদার  সাংবাদিকদের জানান, গৃহবধূ মাজিদা খাতুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে স্টিলের চামচ রাইস কুকারে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অনেক সময় পর বিষয়টি পরিবারের লোকজন বিষয়টি টের পান। ততক্ষণে ওই গৃহবধূ মারা যান।

এইচএ/রাতদিন