রাজাকার ও পাক হানাদার বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে ঘৃণা প্রকাশে নির্মিত হবে ‘ঘৃণা স্তম্ভ’। এ তথ্য জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ঢাকায় একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।’
বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি সংসদে সরকারি দলের এমপি সেলিম আলতাফ জর্জের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘ স্তম্ভ স্থাপন প্রকল্পের জায়গা নির্বাচনের কাজ চলছে।’
সংসদে তিনি আরও জানান, ‘দেশের প্রত্যেক এলাকায় সেখানকার বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা টানিয়ে রাখার ব্যবস্থা করা হবে।’ সূত্র : বাসস
এসকে/৭.২.২০১৯