রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি

রাতভর টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছে শহরের বাসিন্দারা।

মঙ্গলবার, ২৩ জুলাই সারারাত টানা বৃষ্টির ফলে শহরের হায়দরপাড়া, হাকিমপাড়া, অশোকনগর, হাসপাতাল মোড়, চিলড্রেন্স পার্ক থেকে শক্তিগড়ের মতো বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

এছাড়াও শহরের ২৫, ৩১, ৩৫ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি ভয়াবহ। ৩৫ নম্বর ওয়ার্ডের প্রায় সব বাড়িতেই ঢুকে পড়েছে বন্যার পানি।

সকাল থেকে বন্যার পানি ভেঙ্গে দোকান-বাজার খুলছেন, স্কুল-কলেজে যাচ্ছেন এসব এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা বেহাল হয়ে পড়ার জন্যই টানা বৃষ্টিতে শহরের এমন হাল হচ্ছে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু হয়েছে। পানি যেন দ্রুত নেমে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে।

জেএম/রাতদিন