লাভ কমেছে গ্রামীণফোনের, গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৭ লাখ

বছরের প্রথম প্রান্তিকে লাভ কমেছে গ্রামীণফোনের। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় এবারে লাভ অনেকটাই কমে গেছে দেশের প্রথম সারির এই অপারেটরের।

২০২১ সালের জানুয়ারি-মার্চে শেয়ার প্রতি লাভ করেছে ৬ টাকা ৬০ পয়সা, যা ২০২০ সালের একই সময়ে ছিলো ৭ টাকা ৯২ পয়সা। আগের বছরের তুলনায় শেয়ার প্রতি ১ টাকা ৩২ পয়সা লাভ কম হয়েছে।

এই সময়ে প্রতিষ্ঠানটি ১৭ লাখ নতুন গ্রাহক অর্জনে সফল হয়েছে, যার ফলে, বছরপ্রতি ৭.২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এ প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৭ লাখ। এর মধ্যে ৪ কোটি ১৭ লাখ গ্রাহক অর্থাৎ মোট গ্রাহকের ৫১.৭ শতাংশ ইন্টারনেট সেবা ব্যবহারকারী।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান জানান, বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতির কারনে ক্রমবর্ধমান নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বৈশ্বিক মহামারির ক্ষতি থেকে পুনরুদ্ধারে সহযোগিতামূলক সমাধান নিয়ে আসার ক্ষেত্রে গ্রামীণফোনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার জানান, সরকার বর্তমানে বিধিনিষেধমূলক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময়ে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৯০ কোটি টাকা।

এখন তাদের ফোরজি গ্রাহক সংখ্যা ২ কোটি ১৫ লাখ বলে জানান ইয়েন্স বেকার।

জেএম/রাতদিন

মতামত দিন