লালমনিরহাটের প্রতিটি থানায় হচ্ছে জীবাণুনাশক টানেল, দ্বিতীয়টির উদ্বোধন

করোনা ভাইরাস প্রতিরোধে লালমনিরহাট পুলিশের উদ্যোগে জেলার প্রতি থানার প্রধান ফটকে জীবাণুনাশক  টানেল স্থাপন করা হচ্ছে। আদিতমারীর পরে লালমনিরহাটে এটি উদ্বোধন করা হয়েছে।

বুধবার, ২৭ মে দুপুরে লালমনিরহাট থানার প্রধান ফটকে এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন পুলিশ সুপার আবিদা সুলতানা ( বিপিএম, পিপিএম)। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

এর ফলে বাইরে  থেকে থানায় আসা ব্যক্তিরা টানেলের মধ্যে প্রবেশ করলেই শরীরে জীবাণুনাশক স্প্রে হবে । এতে করোনাসহ অন্যান্য রোগজীবাণু থানায় প্রবেশ করতে পারবে না ।

উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মো: শফিকুল ইসলাম, সদর থানার ওসি মো: মাহফুজ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এরশাদুল আলম, পুলিশ পরিদর্শক ( অপারেশন্স এন্ড সিপি)  শহিদুল ইসলাম, লালমনিরহাট গোশালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোখছেদুর রহমান, মা মণি বস্ত্রালয়ের মোঃ কাওছার শেখ।

জানাগেছে, করোনা ভাইরাস প্রতিরোধে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার উদ্যোগে জীবাণুনাশক এ টানেল স্থাপন করা হচ্ছে ।  

এর আগে গত ২০ মে আদিতমারী থানার প্রধান ফটকে একই রকম আরেকটি জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। এর এক সপ্তাহ পর লালমনিরহাট সদর থানার গেটে আরেকটি জীবাণুনাশক টানেল বসানো হলো।

পর্যায়ক্রমে প্রতিটি থানার প্রধান ফটকে এধরনের জীবাণুনাশক টানেল স্থাপন করা হবে বলে জানান পুলিশ সুপার।

জেএম/রাতদিন