সর্বোচ্চ গোলদাতা, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সেরা গোলকিপার লালমনিরহাট দলের
জাতীয় অনুর্দ্ধ-১২ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে সাফল্যের ধারা অব্যাহত রেখে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)।
আজ শনিবার, ২৭ জুলাই বিকেলে রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় লালমনিরহাট ডিএফএ ৪-০ গোলে মাগুরা ডিএফএকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলাটি প্রথমার্ধে গোলশুন্য থাকে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লালমনিরহাট দলের শান্তনা প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর লিভা আক্তার পরপর ৩টি গোল করে হ্যাট্রিক করেন।
লালমনিরহাটের লিভা আক্তার টুর্নামেন্টে ১৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে। মুনকি আক্তার ম্যান অব দ্যা টুর্নামেন্ট এবং গোলাপি আক্তার সুরভী সেরা গোলকিপার নির্বাচিত হয়।
খেলা শেষে বাংলাদেশ মহিলা ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনসহ অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স আপ দল ২৫ হাজার টাকা পেয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে ও ইউনিসেফের সহযোগিতায় এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির ব্যবস্থাপনায় ট্যালেন্টহান্ট জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২০ জুলাই চুড়ান্ত পর্বের খেলায় লালমনিরহাট ডিএফএ ৭-০ গোলে গোপালগঞ্জ ডিএফএ-কে হারায়।
২২ জুলাই চুড়ান্ত পর্বের দ্বিতীয় খেলাতেও জয়ী হয় লালমনিরহাট। সেদিন তারা ১০-০ গোলে রাঙ্গামাটি ডিএফএ’কে পরাজিত করে।
এইচএ/রাতদিন