লালমনিরহাটে আরও ১ জন করোনায় আক্রান্ত, রংপুরে ৯

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ আরও ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এদিন মোট ১৮৮টি নমুণা পরীক্ষায় এই ১২ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

সোমবার, ১১ মে বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ল্যাবে মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ৩ জেলাতে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এর মধ্যে রংপুরের ৯ জন, লালমনিরহাটের ২ জন ও কুড়িগ্রামের ১ জন রয়েছেন।

তিনি জানান, রংপুরের ৯ আক্রান্তের ৮ জনই সিটি কর্পোরেশন এলাকার। অন্য একজন মিঠাপুকুর উপজেলার। রংপুর সিটি এলাকার ৮ জনের মধ্যে রয়েছেন সিনিয়র স্টাফ নার্স ১ জন, পুলিশ সদস্য ৪ জন, ডিসি অফিসের স্টাফ ২ জন, রংপুর মেডিকেলের আনসার ১ জন।

লালমনিরহাটের দুইজনের একজন সদর উপজেলার। তিনি সদর হাসপাতালে কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার আগেই করোনা আক্রান্ত এক যুবকের দ্বিতীয় দফার পরীক্ষাতেও করোনা পজেটিভ এসেছে।

এছাড়াও আজ কুড়িগ্রামে এক শিশু নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আট বছর বয়সী ওই শিশুর বাড়ী কুড়িগ্রাম সদর উপজেলায়।

জেএম/রাতদিন