লালমনিরহাটের আদিতমারীতে বিদেশী পিস্তলসহ এক অস্ত্র চোরাচালানকারীকে আটক করেছে রংপুর র্যাব ১৩। এসময় শরিফুল ইসলাম(৩২) নামের ওই চোরাচালানকারীর কাছ থেকে ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিনসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার ৮ডিসেম্বর দুপুরে প্রেস ব্রিফিং এ তথ্য জানান রংপুর র্যাব ১৩ এর মেজর উপ-অধিনায়ক (মিডিয়া অফিসার) গালিব মুহম্মদ নাতিকুর রহমান।
এর আগে শনিবার রাতে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে থেকে তাকে আটক করা হয়।
আটক শরিফুল উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামের ইয়াকুব আলী ছেলে।
র্যাব আরো জানায়, দীর্ঘদিন যাবৎ অস্ত্র চোরাচালনসহ মাদক ব্যবসা করে আসছে সে। এমন গোপন সাংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপেজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে রংপুর র্যাব ১৩ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার শরীরে তল্লাসী করে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিনসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব সদস্যরা।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে রাতদিননিউজকে জানান, সকাল ১১টার দিকে র্যাব-১৩ একটি মামলা করে আসামীকে থানায় জমা দিয়েছে।
দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।