একদিনের সফরে রোববার, ১৩ মার্চ সকালে লালমনিরহাটে আসছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি। ওইদিন তিনি এখানকার উত্তরবাংলা কলেজ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
শিক্ষা মন্ত্রনালয়ের গত ৯ মার্চ প্রকাশিত শিক্ষামন্ত্রীর সফরসূচী থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচী অনুযায়ী রোবরাব, ১৩ মার্চ সকাল ৮.১০এ তিনি সৈয়দপুরের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন।
সৈয়দপুর থেকে সকাল সোয়া দশটায় তিনি সরাসরি উত্তরবাংলা কলেজে আসবেন। কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী। সেখানে মধ্যহ্নভোজ শেষে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে লালমনিরহাট ত্যাগ করবেন তিনি।