ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন যারা সহ্য করতে পারে না, তারাই রাজনৈতিক অপকৌশল হিসেবে গুজবকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শুক্রবার, ২৬ জুলাই রাজধানীতে সপ্তাহব্যাপী এক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছিল। একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধুর প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে। যেন ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে। জাতির স্বার্থেই খুনি ও পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন।

তথ্যমন্ত্রী পরে চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন। স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আশরাফুল আলম পপলু।

প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের ৫৫ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।

এইচএ/রাতদিন